মেঘাচ্ছন্ন থাকা আকাশে চাঁদ তারার আলো না থাকলেও কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম দেশের সংগীতের তারকা আর কক্সবাজারবাসীর উল্লাসে আলোকিত হয়ে উঠে। আতশবাজিতে আলোকিত হয়ে উঠে কক্সবাজার শহর।
গানের মাঝে মাঝে দেশের উন্নয়নের গল্প শোনানো হয়। গান আর আতশবাজিতে চলে পুরো অনুষ্ঠান। একের পর এক জনপ্রিয় গান করে গান পাগলদের মাতিয়ে নাচিয়ে তুলেন সময়ের ব্যান্ড জগতের আলোকদ্যুতি শিল্পী জেমস, লালনের প্রতিভাবান শিল্পী সুমি ও বর্তমান সময়ের আকর্ষণীয় কণ্ঠশিল্পী কনা।
দেশের এসব সুপারস্টার শিল্পীদের মঞ্চে কক্সবাজারের সংগীত তারকারাও দর্শকদের মন জয় করেছেন। তারাও মাতিয়েছেন মঞ্চ।
‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক শ্লোগানে মঙ্গলবার বিকাল ৪টায় শুরু হয় উন্নয়ন কনসার্ট। শেষ হয় রাত ১০টায়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিাতায় অনুষ্ঠিত হয় এই কনসার্ট।